বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবেন না অশিক্ষিতরা

মোঃ সফিউল আলম
ম্যানেজিং কমিটিতে থাকতে পারবেন না অশিক্ষিতরা
অশিক্ষিত লোকজন ম্যানেজিং কমিটিতে আসতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী শিক্ষিত লোকজনই ম্যানেজিং কমিটিতে থাকবেন।
এমনটি বলেছেন ফেনী-৩ আসনের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, স্কুল ও মাদরাসার ম্যানেজিং কমিটির দায়িত্বে শিক্ষিত লোকেরা আসবেন। প্রাইমারিতে মাধ্যমিক পাশ, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেজুয়েটরা আসবেন।
তিনি আরো বলেন, শিক্ষকদের কুরুচিপূর্ণ আচরণে শিথিলতা দেখানো হবে না। যারা কুরুচিপূর্ণ কর্মকাণ্ডে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে স্কুল, মাদ্রাসা থেকে বহিষ্কার সহ কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার বিকেলে ফেনীর সোনাগাজীতে ‘শিক্ষার মানোন্নয়নে আমাদের করনীয়’ শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।