শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৪, ২০২৪
news-image

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ

ডেস্ক রিপোর্ট:

সরকার বিসিএসসহ সব সরকারি চাকরি আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে। আজ বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য নির্ধারিত ফি থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হবে না।

এর আগে, গত সোমবার বিসিএস পরীক্ষার আবেদন ফি এবং ভাইভা নম্বর কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম সার্ভিস কমিশন (পিএসসি)।

পিএসসির একজন কর্মকর্তা সেদিন সংবাদমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের দাবির পরিপ্রেক্ষিতে বিসিএস আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়। এটি শুধু আন্দোলনকারীদের নয়, সাধারণ শিক্ষার্থীদেরও একটি দাবি ছিল। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আরও জানান, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা (ভাইভা) ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর করার প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন