বি-পাড়ার নৌকা প্রতিকের প্রার্থীদের পক্ষে গণসংযোগ করছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা রুমি

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বি-পাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের জন্য মানুুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ এহতেশামুল হাসান ভূইয়া রুমি।
শুক্রবার তিনি উপজেলার ৭নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মো: মোস্তফা সারোয়ার খানের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন।
তিনি বলেন, শেখ হাসিনার দর্শন “গ্রাম হবে শহর”। বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি গ্রাম। আজ ডিজিটাল বাংলাদেশের ছোয়া লেগেছে দেশের প্রতিটি প্রান্তরে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আধুনিক সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদেরকে ২৬ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
গণসংযোগকালে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে নৌকার পক্ষে ভোট চান।