বুড়িচংয়ে এতিমখানা-মাদ্রাসায় খাবার বিতরণ করলেন দক্ষিণ জেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার:
১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সারা দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে শোক দিবস পালন করা হয়।
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিনব্যাপী শোকদিবসের কর্মসূচী শুরু হয়।
এরপর বুড়িচংস্থ বালীখাড়া নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আদর্শ সদর গোবিন্দপুরে দারুল আমান হাতেমিয়া হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় ৬ শতাধিক ছাত্র ও এতিমদের মাঝে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ আতিকুর রহমান পিন্টু, সাইফুল ইসলাম সুমন, মোঃ জালাল উদ্দিন ও ইমতিয়াজ হাবিব সিনহা’র নেতৃত্ব খাবার বিতরণ করা হয় । এ সময় সাংবাদিক সাইফ উদ্দিন রণীও উপস্থিত ছিলেন।