বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মফিজুর রহমান (৩৫) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় হেলপার আহত হয়েছেন। আহত হেলপারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার ডাকলাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মফিজুর রহমান যশোর জেলার জিকরগাছা উপজেলার নারারুন এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে। আহত কাভার্ডভ্যান হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুব জানান, ঢাকা থেকে চট্টগ্রাম গামী একটি কাভার্ডভ্যান ডাকলাপাড়া এলাকা অতিক্রম করার সময় পিছন দিক থেকে অন্য একটি কাভার্ডভ্যান এটিকে সজোরে ধাক্কা দিলে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়।নিহতের লাশ ও গাড়ি দুটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।