বুড়িচং প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু
বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের ২ বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে একটি রেস্টুরেন্টে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান। অন্যান্য সদস্যরা হলো এটিএন বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু, নিউজ বাংলা টুয়েন্টি ফোর এর কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।
ভোটার তালিকা অনুযায়ী প্রথমে নির্বাচন কমিশন বিভিন্ন পদে মনোনয়ন পত্র বিক্রি করেন। মনোনয়ন পত্র বিক্রি শেষে সকল পদে একজন করে মনোনয়ন জমা দেয়ায় নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
কমিটির নিম্নরূপ- বুড়িচং প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হলেন কুমিল্লা-৫ আসনের সাংসদ এডভোকেট আবুল হাসেম খাঁন, উপদেষ্টা এডভোকেট মাহাবুবুর রহমান ও এস এ টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা।
কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক আমাদের কুমিল্লার বুড়িচং প্রতিনিধি মোঃ জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকাল পত্রিকার বুড়িচং প্রতিনিধি মোঃ জাকির হোসেন।
সহ-সভাপতি পদে আগামী নিউজ এর জেলা প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির, আরটিভির প্রতিনিধি সোহরাব সুমন, যুগ্ম সম্পাদক পদে প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মারুফ আহমেদ কল্প, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক পদে দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক পদে দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরীফুর ইসলাম সুমন, দপ্তর সম্পাদক পদে দৈনিক অন্যদিগন্ত প্রতিনিধি মোঃ মারুফ হোসেন, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ সাফি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে উচ্চ কন্ঠ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি আবদুল্লাহ সাব্বির।
নির্বাহী সদস্যরা হলেন দৈনিক মানব জমিন প্রতিনিধি মো. মোসলেহ উদ্দিন, দৈনিক মানব কন্ঠে স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম বাবুল, কুমিল্লা কথা প্রতিনিধি শাহিদুজ্জামান রাশেদ। সিনিয়র সদস্য দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি মকবুল হোসেন, দৈনিক খবরপত্র প্রতিনিধি জয়নাল আবেদীন।
এই কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম পরিচলনা করবে।