বৃষ্টিতে বেহাল কান্দিপাড়ের রাস্তা!
স্টাফ রিপোর্টারঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে ২৭ ফেব্রুয়ারি টানা বৃষ্টি দুর্ভোগে পড়েছে কুমিল্লা নগরবাসী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান উদ্দিন বলেন, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও নামাজ পড়তে এসেছি।
দুইদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে দুর্ভোগ আরও বেড়েছে।
এদিকে কুমিল্লা গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল দশা কারণে বৃষ্টিতে আরও দুর্ভোগ বেড়েছে।
কুমিল্লা-লাকসাম, কুমিল্লা সিলেট সড়কে কয়েক কিলোমিটার রাস্তায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এ ছাড়া নগরীর শাসনগাছা ফ্লাইওভার রোড, ধর্মপুর রোড, মেডিকেল কলেজ রোড, কোটবাড়ি রোডসহ বিভিন্ন উপজেলার শতাধিক সড়কে বেহলা দশায় দুর্ভোগ আরও বেড়েছে।
অটোবাইক চালক রফিক বলেন, এমনিই রাস্তাঘাট ভাঙ্গা, তার উপর টানা বৃষ্টি, কী পরিমাণ কষ্ট হচ্ছে বুঝাতে পারব না। মনে হচ্ছে গাড়ি উল্টে যাবে যে কোন সময়। রাস্তার বেহাল থাকার কারণে রাতে শরীরের ব্যাথায় ঘুমাতে পারি না।
এ ব্যাপারে আবহাওয়া অফিসের এক আবহাওয়াবিদ জানান, শুধু কুমিল্লায় নয় সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে।
শনিবার বিকেল নাগাদ বৃষ্টি কমতে শুরু করবে। এ ছাড়া নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে এবং উত্তর/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শুক্রবার সকালে ভারতের উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছিল। তবে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।