বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী’ বই বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০২০
news-image

মোঃ আতিক, হোমনাঃ
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী” মুজিব বর্ষ “উপলক্ষে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী’ বই বিতরণ করা হয়েছে।হোমনা পৌরসভার আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনরায়তনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিসসহ আ’লীগ ও সহযোগী অঙ্গসংগঠন ও সাংবাদিকদের মাঝে এ বই বিতরণী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।

হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক (উপ-সচিব) মো. শওকত ওসমান, বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারমান মো. মহাসিন সরকার, ওসি আবুল কায়েস আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াস,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভূইয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমূখ। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ইউপি চেয়ারম্যান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন । পরে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীর মাঝে বই বিতরণ করেন।

আর পড়তে পারেন