বৃষ্টির ছোয়ায় নতুন রূপ
রেজাউল করিম (সাকিব):
সৃষ্টি
তোমার সুরের ছোয়ায় পৃথিবী সাজে
ফসলের মাঠে নতুন সুর পানিতে
উষ্ণ এই পৃথিবী নাতিশীতোষ্ণ রূপে
তোয়ায় সৃষ্টি করেছে পৃথিবী সাজাতে
তুমি আসো, সুন্দর, শান্তি, মায়ায়
এক সবুজ শ্যামল, নদীর কলতানে
পাখপাখালি সুরে নতুন পাতায় ফুল ফলে
নাতিশীতোষ্ণ পরিবেশে মাছে ভরা মাঠে
নকশিকাঁথার মায়া জড়ানো
রাতের রিমিঝিম সুরে,
ভোরের নতুন আলোয়
আহা কত রঙিন রূপে,নতুন দূর্বা ঘাসে
কচু পাতায় বৃষ্টির ফোটা টলমল করে
কত মূল্য, কত মুগ্ধতা, বর্ষার রিমঝিম রূপে
কখনো পূর্ব আকাশে রংধনু সাজে
বর্ষার এ রূপে যে দেখে সে তার সঙ্গীকে
-দেখ রংধনু, মুগ্ধতা লাগে চোখে ,
অর্ধ বৃত্তকার রংধনুর রঙে
বৃষ্টির রিমিঝিম, টিপটপ, শব্দ
চারদিন নতুন সুন্দর রূপে নৈঃশব্দ্য
সৃষ্টির ছোয়ায় নতুন রূপ