রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: নিরিবিলি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০২৩
news-image

লেখক: হিমেল পাল

নিস্তব্দ হাহাকার মিশ্রিত গোপন অশ্রু ঝরে,
আজ বিষন্নতায় ভরা গৌধুলী লগ্নে হেমন্তের ধ্বনি ওড়ে,
ক্লান্ত পথিকের ক্ষনিক তৃষ্ণা নিবারনের জ্বালায় সে কি পারবে!
হয়ত বা থেমে যাবে বহুদিনের নিভৃত চাওয়া,
দূর গহীনের দুষ্পাপ্রাপ্য সেই সাহিত্যের ছোঁয়া পেতে।

সময়ের সন্ধিক্ষণে এই মধ্যান্হে তোমারি সাথে,
দেখা হয়েছিলো মিলন মেলায় আজ চৈত্রের তীব্রতায় ভরা শ্রান্ত দুপুরে!
তোমার নামে সুতা রেখেছি সেই বিষন্নতায় ভরা গৌধুলী লগ্নে,
আজ তুমি খুবই ক্লান্ত চোখের ঝর্নায় ভাসিয়ে তরী,
তুমি সন্ধ্যা মেঘের মেঘমালা আজি বাতায়নে সেজেছো নব সাজে!

মুগ্ধতায় ভরা উৎফুল্ল তবুও আজি অভিনয় করে চলছি অবিরত,
কৃত্রিম হাসির অভিনয় তুমি দেখিয়েছো কত শত,
আজ সময়ের ব্যাবধানে সবাই নীরব,
পরিচয়ও হয়ত বা কেউ রাখেনি তবুও হেঁটে চলেছি অজানা ঠিকানার পথে!!

শত্রুর তীব্র কামনা আমার নামে চাওয়া সৃষ্টিকর্তার কাছে,
তুমি নীরব ছিলে, আমি চেয়েছিলাম,
তুমি শান্ত ছিলে আমি বাধ্য হলাম, আজ আমি নেই,তুমিও বিদায় নিলে,
আজ রাখি! অন্যদিন কথা হবে!!

আর পড়তে পারেন