বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর ও জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ঈদ আনন্দ মিছিল

পবিত্র মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ চাঁদ দেখা যাওয়ার পর কুমিল্লা নগরীতে ঈদ আনন্দ মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মহানগর শাখা ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।
রবিবার (৩০ মার্চ ) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় থেকে বের হওয়া এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, ফাহিম বিন ফরিদ, কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসান, কেন্দ্রীয় সংগঠক গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক নুর আলম হাসান, সুশীল সমাজের প্রতিনিধি আবদুল্লাহি বাকীসহ আরো অনেকে।