শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৪, ২০২৪
news-image

ব্যটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ব্যাটারি চালিত অটোরিকশা সম্পর্কিত উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে, তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, “ভুয়া ও মিথ্যা মামলা সত্য, যারা এসব করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হন, এজন্য প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করা হবে।”

তিনি আরও জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, আর কেউ যদি এর অবনতির চেষ্টা করে, তবে তাকে কঠোরভাবে দমন করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেয়া হবে, কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নিয়োগ দেওয়া হতে পারে। এর পাশাপাশি শিক্ষার্থীরাও আগের মতো থাকবে।”

আর পড়তে পারেন