শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৯, ২০২৪
news-image

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে দেড় বছর বয়সী রাফসানা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাফসানা মহালক্ষীপাড়া এলাকার সোহেলের মেয়ে।

শিশুর পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে খেলতে গিয়ে রাফসানা পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল হক জানান, রাফসানা তার নাতনি ছিলেন। তিনি আরও বলেন, সবার অজান্তে পুকুরে পড়ে যাওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার অন্তত ৩০ মিনিট আগে শিশুটির মৃত্যু হয়েছে।

আর পড়তে পারেন