রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৪ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০২৪
news-image

সাবেক ৪ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক চার মন্ত্রী-এমপিসহ ৬৭ জনের বিরুদ্ধে অটোরিকশাচালক হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম এবং কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামে এক অটোরিকশাচালক।

নিহত লিটন উপজেলার কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে। হত্যার অভিযোগ দায়ের করার পর থানায় মামলা গ্রহণ করা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি হত্যা ও ১টি গুমসহ মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন