ব্রাহ্মণবাড়িয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে বানানো হচ্ছিল নকল ডিটারজেন্ট ও শিশুদের জুস
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার জল্লা গ্রামে চৈত্রি কান্তা আইসক্রিম ফ্যাক্টরির আড়ালে নকল ডিটারজেন্ট পাউডার ও শিশুদের খাবারের জুস বানানোর অভিযোগে ওই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ফ্যাক্টরিতে ব্যবহৃত মেশিনসহ মালামাল জব্দ, ফ্যাক্টরির মালিক জল্লা গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন ফজলুকে গ্রেফতার করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোশারফ হোসাইন।
জানা যায়, শাহাদাত হোসেন ফজলু মিয়া পল্লী বিদ্যুতের একজন গ্রাহক, তার মিটার বকেয়ার জন্য সংযোগ বিছিন্ন করা হলে তিনি নবীনগর পল্লী বিদ্যুত জোনাল অফিসে এসে স্টাফদের সঙ্গে খারাপ আচরন করেন। পরবর্তীতে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা পুলিশ ফোর্স নিয়ে তার আবাসিকসহ শিল্প সংযোগ বিছিন্ন করার সময়, পুলিশ দেখতে পায় তার মালিকানায় চৈত্রি কান্তা আইসক্রিম ফ্যাক্টরির আড়ালে অবৈধভাবে নকল ডিটারজেন্ট পাউডার ও শিশুদের খাবারের জুস তৈরি হচ্ছে।তাৎক্ষনিক খবর চলে যায় ভ্রাম্যমাণ আদালতের কাছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে ওই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। পচা ও দুর্গন্ধ পরিবেশে এসব তৈরি করা হচ্ছিল, বিএসটিআই এর কোন অনুমোদন না থাকায় ফ্যাক্টরি সীলগালা ও ব্যবহৃত মেশিনসহ সকল মালামাল জব্দ করে ফ্যাক্টরির মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।