সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব: বিজিবির গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার যুবক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়িতে হামলার ঘটনায় মো. তুষার হাসান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ মে) রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের সমবায় মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তুষার জেলার বিজয়নগরের পত্তন ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকার মৃত আলমগীর হাসানের ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘরে ভাড়াবাসায় থাকেন।

ব্রাহ্মণবাড়িয়া সিআইডির উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় চলা তাণ্ডবের প্রথমদিন গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা বিজিবি সদস্যদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তুষার মাথায় গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত ১ এপ্রিল বিজিবির ৬০ ব্যাটালিয়নের নায়েক মো. আক্তার হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলাটি তদন্ত করছে ব্রাহ্মণবাড়িয়া সিআইডি।

আর পড়তে পারেন