ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হেল্থ ক্যাম্প
সালমা আক্তার চৈতিঃ
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুবিধা বঞ্চিত স্বল্প আয়ের মেহনতি মানুষের স্বাস্থ্য প্রদানের লক্ষ্যে কুমিল্লা নগরীর মফিজাবাদ কলোনীস্থ “কমিউনিটি ইনফরমেশন এন্ড রিসোর্স সেন্টারে” বিনা মূল্যে হেল্থ ক্যাম্প এর আয়োজন করে ।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উক্ত হেল্থ ক্যাম্প এ পরিচালনা করেন ডা: সানজিদা জাহান ( মিথিলা ) এমবিবিএস,সিএমইউ স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় অভিজ্ঞ,মেডিকেল অফিসার ও সনোলজিষ্ট , এফপিবিএ,কুমিল্লা । এখানে আরো উপস্থিত ছিলেন এফপিবিএ‘র জেলা কর্মকর্তা জনাব এ কে এম শাহজাহন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী ওয়াসিম আকরাম,প্রোগ্রাম পারসন মুসফিকুর রহমান, আহমেদুল আরেফিনসহ আরো অনেকে । এই আয়োজনে বিনা মূল্যে চিকিৎসা সেবা সহ জরুরী ঔষধ সরবরাহ করা হয় ।