সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর সেবা মাস কার্যক্রম শুরু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৭
news-image

শাহ ইমরানঃ
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড(BESL)বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ, আগস্ট মাস হতে কুমিল্লা শাখাতে মাসব্যাপী সেবা মাস কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমটি BESL তাদের বিনিয়োগকারীদের সর্বাত্নক সহযোগিতার জন্য এবং শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মাঝে প্রতিষ্ঠানটির সুনাম ধরে রাখার জন্য শুরু করেছে।


আপাতত এই সেবা মাস কার্যক্রম BESL এর কুমিল্লা শাখা দিয়ে শুরু হলেও খুব শীঘ্রই BESL এর দেশব্যাপী অন্যান্য শাখাতেও শুরু হবে। সেবা মাসব্যাপী বিনিয়োগকারীদের জন্য স্ক্রাচ কার্ড এবং র‌্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়া ছাড়াও আছে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্কিত ফ্রি সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে BESL এর সিইও শরিফ এম এ রাহমান তার কোমপানিতে বিনিয়োগকারীদের এবং কর্মকর্তাদের তাদের শ্রম এবং মেধার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ভাল করার জন্য অনুপ্রেরণা প্রদান করেন। অনুষ্ঠানটিতে BESLউর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন