ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ
ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ
লা লিগায় গত শুক্রবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করার কারণে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখেছেন। এর জেরে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। তবে রিয়াল মাদ্রিদ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করছে, ভিনির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
আগামী সোমবার কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ভিনিসিয়ুসও দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। কারণ তিনি বিশ্বাস করেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ভিনি খেলতে পারবেন।
ভিনির শাস্তি নিয়ে ভিনিসিয়ুস বলেন, “এটা লাল কার্ডের ফাউল ছিল না, বরং হলুদ কার্ডের মতো ছিল। তাই আমরা আশা করছি, কোনো নিষেধাজ্ঞা আরোপ হবে না।”
ভিনিসিয়ুস প্রায়ই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন। এসব ঘটনা তাকে মানসিকভাবে বেশ চাপে ফেলে দেয় বলে জানিয়েছেন কোচ আনচেলত্তি। এ নিয়ে আনচেলত্তি বলেন, “তার অবস্থান খুব কঠিন। মাঠে অপমান ও বর্ণবাদী আচরণের শিকার হওয়া সহজ কিছু নয়। সে তার মানসিক অবস্থা উন্নত করার চেষ্টা করছে। যদিও এতে সে অনেক বিপর্যস্ত, তবে সে ক্ষমা চেয়েছে। এখন আমাদের সামনে এগিয়ে তাকানো উচিত।”
ভিনির নিষেধাজ্ঞা নিয়ে আনচেলত্তি আরও বলেন, “আমরা আশাবাদী যে সে নিষেধাজ্ঞা এড়াবে। তবে সামনে যে ম্যাচটি আছে, সেখানে দুইজন খেলোয়াড় আমাদের সঙ্গে থাকবেন না—গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। বাকিরা এই সফরে দলের সঙ্গে থাকবেন।”