মনোহরগঞ্জে অপহৃত জেএসসি পরীক্ষার্থী উদ্ধার

সেলিম সজীবঃ
কুমিল্লা জেলার মনোহরগঞ্জে পরীক্ষা কেন্দ্র থেকে অপহৃত আয়েশা আক্তার (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর অশোকতলা এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা। সকাল পৌনে ১০টার দিকে মনোহরগঞ্জের পোমগাঁও উচ্চ বিদ্যালয় জেএসসি কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
ওই ছাত্রী উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর গ্রামের আহসান হাবীবের মেয়ে ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা রবিবার সকালে গণিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য পোমগাঁও উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে। নির্ধারিত আসনে বসে এবং প্রবেশপত্রসহ পরীক্ষার সব সরঞ্জাম টেবিলেও রাখে। এরপর পরীক্ষা কক্ষ থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। জেএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ব্রেকিংনিউজকে বলেন, ‘পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে কাগজ দেয়ার সময় শিক্ষকরা দেখেন টেবিলে প্রবেশপত্রসহ অন্যান্য জিনিসপত্র রয়েছে, কিন্তু মেয়েটি নেই। পরে বিষয়টি তার (ওই পরীক্ষার্থীর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থানা পুলিশকে অবহিত করা হয়।’ ওই শিক্ষার্থীর মা খোদেজা বেগম দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, ‘পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে একটি মেয়ে এসে আয়েশাকে ডাক দিয়ে পরীক্ষার হল থেকে বের করে নেয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে এক ব্যক্তি ফোন করে জানায় আয়েশাকে কুমিল্লা শহরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে জানতে পারলাম ওই মেয়েটি তাকে বিদ্যালয়ের দরজায় ডেকে নিয়ে যায়। সেখানে একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল। তারা আমার মেয়েকে জোর করে মাইক্রোবাসে তুলে অজ্ঞান করে ফেলে।’
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর মেয়েটি এখন হাসপাতালে। সে স্বাভাবিক হলে তার কাছ থেকে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’