মনোহরগঞ্জে এক রাতে ২ ঘরে চুরি ও ডাকাতি,২০ লাখ টাকার সম্পদ লুট

সেলিম সজীবঃ
মনোহরগঞ্জ উপজেলা দেবপুর গ্রামে দুই বসতঘরে চুরি হয়েছে। দুই ঘরে গ্রিল কেটে প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুটে নিয়েছে ডাকাত দল।
শুক্রবার দিবাগত রাতে এই ডাকাতির ঘটনা ঘটে ওই এলাকার শাফায়েত উল্লাহ বসত ঘরে ও পাশাপাশি ফয়েজ মিয়া বসত ঘরে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায় ডাকাত দল গ্রিল কেটে ঘরে ঢুকে সকলকে জিম্মি করে ফেলে। তারা আলমিরা থেকে ২০ ভরি স্বর্ণ, নগদ ৯০ হাজার টাকা, আটটি মোবাইল সেটসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়।
মনোহরগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।