মনোহরগঞ্জে খাটের নীচ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ নজরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯ টার দিকে মনোহরগঞ্জের পোমকাড়া এলাকার নজরুল ইসলামের বসত ঘরের খাটের নীচ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত নজরুল ইসলাম পোমকাড়া গ্রামের মৃতঃ আনোয়ার হোসেনের ছেলে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিউল আলম জানান, মনোহরগঞ্জের পোমকাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ ১ জনকেেআটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।