মাখন সরকারের উদ্যোগে মেঘনা ও দাউদকান্দিতে শহীদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ

স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামি সাংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশি, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্র সমাজের সাবেক সভাপতি আবু যায়েদ আল মাহমুদ (মাখন সরকার) এর উদ্যোগে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করেন।
মেঘনা উপজেলার জাতীয় পার্টির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় পার্টির যুব সংহতি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান, কবির হোসেন হাউদ, কবির হোসেন প্রধান নুরে আলম, নুর জিয়াউদ্দিন সরকার।
এদিকে দাউদকান্দিতে ইকবাল হোসেন, আব্দুল মতিন, বিল্লাল হোসেন মোল্লা, আশাদুর রহমান রকেট, লিটন মিয়া, সুমন প্রধান, রনি সিকদার, মনোয়ার হোসেন মুন্না, জিমি সরকার, আব্দুল বাছেদ, ফরহাদ হোসেন শহীদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করেন।