রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাটি খুঁড়ে শেরপুরে ৪১ হাজার গুলি উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১, ২০১৬

goli_newsshomoy
নিউজ ডেস্ক: শেরপুর জেলার নালিতাবাড়ির ভুরুঙ্গা কালাপানি এলাকায় মাটি খুঁড়ে এসএমজি ও এলএমজির প্রায় ৪১ হাজার গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫ সদস্যরা।

সোমবার সকাল ৮টার দিকে শুরু হয় র‌্যাবের এ অভিযান। দুপুরের দিকে এসব গুলি উদ্ধার করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনো অব্যহত আছে। দুপুর ১২ পর্যন্ত প্রথম দফায় এসএমজি ও এলএমজির ২২ হাজারের বেশি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ।

অভিযান এখনও চলছে। দুপুর পর্যন্ত ২২ হাজার মেশিনগানের গুলি, ১৭ হাজার এলএমজির গুলি, এন্টি এয়ারক্রাফট এমুনিশন দুই হাজার, ম্যাগজিন ৩৭টি, ওয়াকিটকি ছয়টি, বন্দুক পরিষ্কারের যন্ত্র আটটি, ওয়্যারলেস চার্জার দুইটিসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে কারা এসব গুলি কী উদ্দেশ্যে রেখেছে তা জানাতে পারেননি পুুলিশ সুপার।

আর পড়তে পারেন