মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে: রিজভী

মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ক্রমাগত ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধি করায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। এতে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা কমতে পারে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক পৌরনীতি ও নাগরিকতা বইয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) উদ্দেশ্যমূলকভাবে ইতিহাস বিকৃতি করছে। তিনি বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও আওয়ামী লীগের দুঃশাসনের গৌরবগাথা বইয়ে সংযোজন করা হয়েছে, যেখানে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে এই ষড়যন্ত্র চলছে।”
রিজভী আরও বলেন, সরকারের ভ্রান্ত অর্থনৈতিক নীতি সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “৫ টাকার জায়গায় ১৫ টাকা কর বসানো হয়েছে, যা মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এমন সিদ্ধান্তে মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।”
নতুন পাঠ্যপুস্তকে আওয়ামী লীগের প্রশংসাসূচক তথ্যগুলো দ্রুত সংশোধনের দাবি জানিয়ে রিজভী বলেন, “বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই আওয়ামী লীগের সহযোগীরা তাদের শাসনামলের ব্যর্থতাগুলো আড়াল করতে ইতিহাস বিকৃতি করছে।”
তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণ সত্য জানে এবং কোনো ষড়যন্ত্র তাদের চোখে ধুলা দিতে পারবে না। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তগুলো থেকে সরকারকে দ্রুত সরে আসার আহ্বান জানান তিনি।