রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘মানুষে দিলে খাই, না দিলে পেট মাটি দিয়ে পড়ে থাকি’

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০২৪
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

স্যারগো আমার নামটা দিয়েন, অংকুরকালে স্বামী হারাইছি, তিন ছেলে ও দুই মেয়ে সংসার করে চলে গেছে। আমি একা থাকি, মানুষে দিলে খাই, না দিলে পেট মাটি দিয়ে পড়ে থাকি। এভাবে বলছিলেন কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি (নদীর পূর্ব পাড়) গ্রামের ষাটোর্ধ রেজিয়া বেগম। শুধু রেজিয়া বেগম নয় গ্রামের আরও অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লার গোমতীর তীরবর্তী তিতাস উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিতাস উপজেলার ভিটিকান্দি, কলাকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের বন্যার পানি নামতে শুরু করেছে। উজানেন ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যার পানি যত কমছে, ততই স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। স্রোতে ভেঙে গেছে বিভিন্ন গ্রামে রাস্তা ও সড়ক। অনেক সড়ক এখনো পানির নিচে। কিছু বাড়িঘরেও পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন অনেক মানুষের।

ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের পঞ্চার্ধো জুলেখা বেগম সাথে। তিনি বলেন, ‘স্বামী মারা গেছেন তিন বছর। ছেলে মেয়েরা এতো পানি দেখেনি কখনো, বাড়ী ঘরে এখনো বন্যার পানি থই থই। পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে কোনো রকমে বেঁচে আছি। আজ তিনদিন ভাত চোখে দেখিনি। মানুষের দেয়া চিড়া মুড়ি বিস্কুট খেয়ে বেঁচে আছি।

রতনপুর গ্রামের স্ত্রী সেলিনা আক্তার বলেন ‘স্বামী মারা যাওয়ার পর থেকে তিন মেয়ে এক ছেলে নিয়ে কোনো রকমে দিন চলতো। জমি বর্গা বা পোষানি নিয়ে আউশ ধান করেছিলাম। বন্যার পানিতে সব নিয়ে গেছে।

ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, ‘বন্যায় আমার ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি বরাদ্দের দশ কেজি করে দুই টন চাল বিতরণ করেছি। যা ক্ষতির তুলনায় অনেক কম।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সুমাইয়া মমিন বলেন, ‘উপজেলায় পানি কমতে শুরু করেছে। কত কিলোমিটার সড়ক ও কয়টি সেতু ও কালভার্টের ক্ষতি হয়েছে তা কয়েকদিন পর জানা যাবে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে । বাসাবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে। আর ক্ষতিগ্রস্ত সব এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী হচ্ছে। বরাদ্দ মোতাবেক পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে দেয়া হবে।’

রবিবার (২৫ আগস্ট) থেকে পরিস্থিতির আরও উন্নতি হয়। ফলে বেশিরভাগ বাড়িঘর থেকে পানি নেমে যায়। তবে কয়েকটি বাড়িঘরে অনেকে পানিবন্দি আছেন। পানির স্রোতে রতনপুর প্রাথমিক বিদ্যালয় সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ আছে। এলাকার পানি ধীরগতিতে নামছে।

গত ১৯ আগস্ট থেকে বন্যা দেখা দেওয়ায় উপজেলার ভিটিকান্দি, কলাকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়। বন্যার পানি বেড়ে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পরবর্তীতে জোয়ারের পানির বেগ কমায় এবং বৃষ্টি কম হওয়ায় পানি কমতে থাকে।

আর পড়তে পারেন