মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলে গ্রেপ্তার
মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলে গ্রেপ্তার
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় গত ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নৌ পুলিশসহ জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২৪২ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড এবং ১১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।
মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ সীমানায় নিয়মিত টহল দিচ্ছে চাঁদপুর নৌ থানা, মোহনপুর, আলুবাজার, নীলকমল, হরিণাঘাট ও বেলতলি পুলিশ ফাঁড়ি।
নৌ পুলিশ চাঁদপুর মিডিয়া সেল জানায়, ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের এই অভিযানে ২৪২ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার কারেন্ট জাল, ১ হাজার ৬০৪ কেজি ইলিশ মাছ এবং ৮৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জেলেদের শাস্তি প্রদান করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ থানার হেফাজতে রাখা হয়েছে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “ইলিশের বাড়িতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আমাদের প্রতিটি ইউনিট দিনরাত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের অভিযান সফল হয়েছে এবং অব্যাহত থাকবে।”