মুজিব শতবর্ষ উপলক্ষে কুুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট
স্টাফ রিপোর্টারঃ
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শততম জন্ম বার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে কুুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮ টায় কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
কুমিল্লা জেলা ক্রিকেট উপ কমিটির সভাপতি সাইফুল আলম রনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, ক্রিকেট উপ কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার , মাহাবুব আলম চপল, কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলর মনজুরুল কাদের মনি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কুসিক কাউন্সিলর হাবিবুর সায়েরিন সাদি প্রমুখ।
১৫ ফেব্রুয়ারি বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কুুমিল্লা কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হবে। ১৩ দল ৪ টি গ্রুপে খেলায় অংশ নিবে।