শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে শিক্ষার গুনগতমান উন্নয়নে আইসিটি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০১৯
news-image

 

মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার ঃ

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা আইসিটি ফোরামের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এবং প্রযুক্তিগত শিক্ষার গুনগতমান উন্নয়নে শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষে সোমবার দিন ব্যাপী ওয়ার্কশপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে এম আলী জিন্নাহ, উপজেলা সহাকারী কমিশনার(ভুমি) শামছুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাইনুদ্দিন সহ আরো অনেকে। প্রভাষক মোঃ জালাল উদ্দিন ও সহকারী শিক্ষক রবিউল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে আইসিটি ফর-ই জেলা অ্যাম্বাসেডর ও ডিজিটাল কন্টেণ্ট প্রতিযোগীতায় নির্বাচিতদের কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আর পড়তে পারেন