মুরাদনগরে ইউএনওর অপসারণ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার সাংবাদিকদের জারজ সন্তান ও কুলাঙ্গার বলে কটুক্তি করায় ইউএনও’র অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার দোয়েল চত্তরে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, জেলার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের সাংবাদিকরা জারজ সন্তান, কুলাঙ্গার ও মায়লা ডাজবিনের ময়লা বক্ষন কারি বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে উপজেলার সকল সাংবাদিকরা ক্ষুদ্ধ হয়ে গত ১৪ অক্টোবর মানববন্ধন করে বিতর্কিত ওই কর্মকর্তার অপসারণ দাবি করে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় মঙ্গলবার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে অবিলম্বে এ কর্মকর্তার অপসারণ দাবি করা হয়। এ সময় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, দৈনিক সমকালের সংবাদদাতা শরীফুল ইসলাম চৌধুরী, দৈনিক মানব জমিনের প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোশারফ হোসেন মনির, মোহনা টেলিভিশনের প্রতিনিধি তৌহিদুর রহমান, দৈনিক বর্তমানের প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক যায়যায় দিনের জালাল উদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতির মাহবুব আলম আরিফ, দৈনিক ভোরের ডাকের আরিফুল ইসলাম, দৈনিক সরজমিনের নজরুল ইসলাম, এনএ মুরাদ,জাকির হোসেন, শামিম আহাম্মেদ, সুমন আহাম্মেদ প্রমুখ।