মুরাদনগরে নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা
মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
বাংলাদেশ ‘নিম্ন আয়ের দেশ’ থেকে ‘নিম্ন মধ্যম আয়ের দেশে’ উত্তরণ হওয়ার উপলক্ষে কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসনের পাচঁ দিনের বিভিন্ন কর্মসূচি পালনের তৃতীয় দিনে আনন্দ শোভাযাত্রা করেছে মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এশটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে থানা গেইটে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আক্তার হোসেন মেম্বার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএমএম মজিবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।