শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় সু সংগঠিত যুবলীগ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০১৭
news-image

 

এম এইচ বিপ্লব:

কুমিল্লার মেঘনা উপজেলায় সু সংগঠিত হয়েছে যুবলীগ । সম্প্রতি মেঘনা উপজেলার যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করার পরপর উপজেলায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । সভায় মেঘনা উপজেলা চেয়ারম্যান আ: সালাম, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব: মোহাম্মদ আলি সুমন,  কুমিল্লা উ: জেলা ও কেন্দ্রিয় যুবলীগের নেতৃবৃন্দসহ সাবেক কমিটির নেতারা একই মঞ্চে উপস্থিত  হয়ে নতুন কমিটিকে সকলের মাঝে পরিচয় করে দেন।

কমিটির কর্মকর্তারা দীর্ঘদিন সাংগঠনিক বিভিন্ন পদে থেকে  কর্মকান্ড পরিচালনা করে নিজেদেরকে দক্ষ কর্মিতে পরিনত করে । ফলে নতুন আহবায়ক কমিটির ভিত্তি খুব মজবুত বলে মনে করেন স্থানীয় যুবলীগ নেতা কর্মিরা। এ কমিটিতে মেঘনা উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আল বাকী শামিমকে আহবায়ক, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক গাজী মো: দেলোয়ার ১নং যুগ্ম আহবায়ক  ও  আমান উল্লাহ আমানকে যুগ্ম আহবায়ক করে ৩১সদস্য  বিশিষ্ট কমিটি ঘোষনা করে । ফলে এলাকায় যুবলীগের নেতা কর্মিদের মধ্যে  প্রান চাঞ্চল্য ফিরে আসে। পরিচিত সভা সমাবেশে  রূপ  নেয় । স্থানীয় অনেক যুবলীগ নেতাদের সাথে আলাপ করলে তারা বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী ও সু সংঠিত বর্তমান যুবলীগ কমিটি।

আর পড়তে পারেন