মেডিকেল ভর্তি পরীক্ষাহল পরিদর্শনে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড !

ইমতিয়াজ আহমেদ জিতু:
প্রথম শ্রেণির গ্যাজেটেড কর্মকর্তা ছাড়া যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রের কোন দায়িত্ব দেওয়া হয় না, সেখানে সরকারি হেলথ প্রজেক্টে (টিবি লেপ্রোসি প্রজেক্ট) চাকরিরত ডা. কাদিরুল কাউসার আল-আমিন মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শক হিসেবে প্রতিটি পরীক্ষার কক্ষে যান এবং দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থান করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ জানুয়ারি এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রী শাখায় এ অনিয়মের ঘটনা ঘটে।
জানা যায়, ডা. কাদিরুল কাউসার আল-আমিন বেসরকারি চাকুরীজীবি হয়েও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
হল পরিদর্শনের সময় তিনি মোবাইলে ছবি তুলেন, আবার সেই ছবি তার ফেসবুক পেইজে শেয়ার করেন। মেডিকেল ভর্তি পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পরীক্ষার কেন্দ্রের আশেপাশে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ছাড়া কারো প্রবেশ নিষেধ। যেখানে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে কারো মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, সেখানে ডা. কাদিরুল কাউসার আল-আমিনের এমন কর্মকান্ড বেশ সমালোচনার জন্ম দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ জানুয়ারি ভর্তি কমিটির সভাপতি ও উপাধ্যক্ষ ডা: জাহাঙ্গীর আলম মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রী শাখায় বিভিন্ন হলে দায়িত্ব পালনকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রকাশিত নামের তালিকায় কোথাও ডা. কাদিরুল কাউসার আল আমিনের নাম ছিল না।
নাম না থাকা সত্বেও কিভাবে, কার প্রভাব খাটিয়ে তিনি পরীক্ষা হলে প্রবেশ করলেন, তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।তবে ফেসবুকে তাঁর হল পরিদর্শনের ছবি আপলোড করার পর আরেকটি বিজ্ঞপ্তি বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়, সেখানে স্পেশাল ডিউটিতে ১১ নম্বরে ডা. কাদিরুল কাউসার আল আমিনের নাম রয়েছে। এ বিষয়টিকে অনেকে বলছেন-এটা ভুয়া বিজ্ঞপ্তি। আবার অনেকে বলছেন- ডা. কাদিরুল কাউসার আল আমিনকে অপবাদ থেকে মুক্তি দেয়ার জন্যই এই বিজ্ঞপ্তি বানানো হয়েছে।তবে শহরজুড়ে এ ঘটনা বেশ নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা ড্যাবের অনেক নেতা বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, সে ক্ষমতার অপব্যবহার করে এমন করেছে। এই চর্চা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
খোঁজ নিয়ে জানা যায়, ডা. কাদিরুল কাউসার আল আমিন কুমিল্লা মহানগর ড্যাব এর সহ- সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে ডা. কাদিরুল কাউসার আল আমিন জানান, ডিউটি রোষ্টারে আমার নাম ছিল, তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি হল পরিদর্শনে গিয়েছি। আর ছবি আমি তুলিনি। কেউ একজন তুলে আমাকে পাঠিয়েছে। আমি তা আমার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করেছিলাম। এটা করা ঠিক হয়নি আমার। এটা আমার ভুল হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা: রেজা মো: সারোয়ার আকবর আজকের কুমিল্লাকে জানান, ডিউটি রোষ্টারে তার নাম ছিল। তবে হল পরিদর্শনে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করাটা সঠিক হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।