শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সন্তানদের টেকনিক্যাল স্কিল বৃদ্ধিতে কাজ করবো- নবাগত জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, কুমিল্লায় সরকারি প্রাইমারি স্কুলগুলোতে বাংলা ভার্সনের পাশাপাশি ইংরেজি ভার্সন চালু করার চিন্তাভাবনা আছে। আমি চাই আমাদের সন্তানদের টেকনিক্যাল স্কিল বৃদ্ধি পাক। তাই সন্তানদের টেকনিক্যাল স্কিল বৃদ্ধির জন্য কাজ করতে হবে। বর্তমান গ্রোবাল ভিলেজে  আমাদের সন্তানরা যাতে ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারে, সেইজন্য তাদের আইসিটি নলেজ বাড়াতে হবে।

সোমবার ( ৮ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ কথা বলেন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: শওকত ওসমান, অতি: জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাঈন উদ্দিন, অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শাহাদাত হোসেন প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসনাত বাবুল, বাসস ও দৈনিক রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার অশোক বড়ুয়া, এটিএন বাংলা ও ইউএনবির প্রতিনিধি খায়রুল আহসান মানিক, নিউ এইজের প্রতিনিধি ইয়াসমিন রীমা, বাংলা ভিশন, আমাদের সময়ের রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ,  সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, একাত্তর টিভির প্রতিনিধি এনামুল হক ফারুক, দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক পূর্বাশার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, মাই টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, সময় টিভির রিপোর্টার বাহার রায়হান, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, বিটিভির প্রতিনিধি রাবেয়া আক্তার, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, ডেইলি স্টারের প্রতিনিধি খালিদ বিন নজরুল, সাপ্তাহিক কুমিল্লার কথার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির, দৈনিক কুমিল্লা কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার দীপু খন্দকার, ডেইলি বাংলাদেশ মিররের প্রতিনিধি শাহ ইমরান, চেতনায় একাত্তর অনলাইনের সম্পাদক মাইনুল ইসলাম স্বপন, আরটিভির উত্তর প্রতিনিধি সোহরাব সুমন, ঢাকা পোস্টের প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, জাগো কুমিল্লা অনলাইনের সম্পাদক অমিত মজুমদার, আনন্দ টিভির সৈয়দ আহসান হাবিব পাখি, চ্যানেল বাংলাদেশ অনলাইন টিভির সিনিয়র রিপোর্টার বি এম মহিউদ্দিন মন্টি, সাংবাদিক খন্দকার দেলোয়ার, দৈনিক সমকালের সংবাদদাতা আবদুর রহমান, শিরোনাম ও আরটিভির ক্যামেরাপার্সন সালাহউদ্দিন সুমন, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মাসুদ আলম, সংবাদ প্রতিদিনের মহিউদ্দিন ভূইয়া, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার রুবেল মজুমদার, পথিকৃত কুমিল্লার নির্বাহী সম্পাদক সমুন কবির, ভোরের কাগজের আনোয়ার হোসেন, ফটোগ্রাফার সোহাগ, বিপ্লবসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, ৭ মার্চ মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

 

আর পড়তে পারেন