শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যে ১০ কারণে দিল্লির মসনদে মোদী

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

সপ্তদশ লোকসভা নির্বাচন (২০১৯)ভারতের রাজনীতির জন্য এক অনন্য উপলব্ধির নির্বাচন। এযাবৎ কালের রাজনীতির গতানুগতিক ধারায় এই নির্বাচনের ফলাফলকে দেখতে চাইলে এই ফলাফলের যথার্থ কারণ অনুধাবন করা সম্ভব হবে না।

কেননা রাজনীতিকে দেখার আমাদের যুক্তি আসলে কংগ্রেস নির্ধারিত যুক্তি, উত্তর ভারতকে বিশ্লেষণ করার যুক্তি মণ্ডলায়িত যুক্তি, দক্ষিণ ভারতকে দেখা দ্রাবিড় রাজনীতি ও ভাষা বিচ্ছিন্নতার যুক্তি, পূর্ব ভারতকে দেখা দেশের মধ্যে অন্য দেশ এবং বামপন্থী বৌদ্ধিক অনুশীলনের যুক্তি।

এই সব নির্দিষ্ট ন্যারেটিভের ফাঁদে পড়ে দেশটা আর দেশ থাকে না-আলাদা আলাদা বেশ কয়েকটা দেশে পরিণত হয়। কংগ্রেস রাজনীতির আঞ্চলিক মনসবদারিতার মৌল সূত্র এই ব্যাখ্যায় দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন স্থানীয় মনসবদারদের নেতা রূপে স্বীকৃতি দিয়ে একটি কেন্দ্র নিয়ন্ত্রিত ব্যবস্থা তৈরি করেছিল যার ভাঙ্গন ধরলেও বিকল্প এখনও তৈরি হয়নি।

লক্ষ্যনীয় বিষয় ঠিক এইখানেই পরিবর্তন এসেছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিজেপি রাজনীতির এই প্রচলিত ন্যারেটিভটি পাল্টে দিয়েছেন। দলীয় ভাবে বিজেপি পরিচালনার পূর্ববর্তী সঙ্ঘ নিয়ন্ত্রিত ভাবটি তো কমেছেই সেই সাথে রাজনীতির কেন্দ্রীয় ইস্যু শিফট অর্থাৎ বদল হয়েছে।

জাতিয়তাবাদ, সেনার শৌর্য, সাংস্কৃতিক হিন্দুত্ব, ধর্মনিরপেক্ষতার নামে সংখ্যালঘু তোষণের বিরোধিতা এবং দায়িত্বশীল একক নেতৃত্ব ইত্যাদি এই লোকসভা নির্বাচনের কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। অথচ আপনার মনে থাকবে বিগত সাধারণ নির্বাচনে ইস্যু ছিল দুর্নীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা, কর্মহীনতা, দেশের বিকাশ হার স্লথ হয়ে যাওয়া, সরকার ও রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা এবং রাজধানী সহ দেশে নারী নিরাপত্তা।

কিন্তু এই ইস্যু ও ননইস্যুদের ইস্যু হয়ে ওঠার বিতর্কের বাইরে একটা জিনিস আমরা লক্ষ্য করছিনা তা হল প্রায় পাঁচ দশক পর দেশে একটি সম্পূর্ণ প্রো-ইনকামবেন্সি ভোট দেখা গেল। ইন্দিরা জমানার পর আবার একটি সরকার সম্পূর্ণ নিজের রাজনৈতিক যোগ্যতায় পুনরায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। বস্তুতঃ বিজেপি তথা মোদি-শাহ জুটি মানুষকে বোঝাতে পেরেছে দেশ একটি শক্তিশালী নেতৃত্বে পরিচালিত হচ্ছে যাকে দুহাত তুলে সমর্থন করা যায়।

আপাতভাবে আমার মনে হয়েছে এই জনমত একটি ইতিবাচক সরকারপন্থী মত। স্বাভাবিক ভাবেই যেকোনো রাজনৈতিক ফলাফলের পিছনে একাধিক কারণ থাকে। উনিশের এই জনাদেশের পিছনেও সেই কারণসমূহ আছে, খুব সংক্ষেপে আমি দশটি কারণ চিহ্নিত করলাম-

১) সপ্তদশ লোকসভার জনাদেশ মূলতঃ একটি সরকারপন্থী বা প্রো-ইনকামবেন্সি রায়। এই রায়ে বিগত পাঁচ বছরে এই সরকারের নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীর প্রতি স্পষ্ট সমর্থন ঘোষিত হয়েছে। নোটবন্দী, জিএসটি, উজ্জ্বলা জ্যোতি যোজনা, জনধন প্রকল্প, কেন্দ্রীয় সরকারের সড়ক নির্মাণ, রেলের আধুনিকীকরণ প্রকল্প, সেনার ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, দেশব্যাপী শৌচাগার প্রকল্প, আয়ুষ্মান ভারত, অটল পেনশন যোজনা, তাৎক্ষণিক তিন তালাক বিল, ডিজিট্যাল ইন্ডিয়া এবং সন্ত্রাসবাদের উপর তিনবার সার্জিক্যাল স্ট্রাইক এবং মাসুদ আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য – ইত্যাদি বিষয় মানুষের মনে যথেষ্ট দাগ কেটেছে।

বিরোধীরা যতই এই প্রকল্পগুলিকে জুমলেবাজি বলে খারিজ করুক, নির্বাচনের ফল প্রমাণ দিচ্ছে মানুষের কাছে এই সিদ্ধান্ত ও প্রকল্পগুলির লাভ এসে পৌঁছেছে। সর্বশেষ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ও উত্তরপ্রদেশে মহাজোটের হাল প্রমাণ করে রাজনৈতিক সমীকরণের চেয়ে সরকারী প্রকল্প ও কর্মসূচীর জোর অনেক বেশী।

২) এই নির্বাচনে জাতীয়তাবাদ অন্যতম ইস্যু হয়ে উঠেছিল। আমি রাজনীতি ও নির্বাচনে জাতীয়তাবাদের ব্যবহারের সমালোচনার বিশেষ পক্ষে নই, কারণ জাতীয়তাবাদ এমন একটি বিষয় যা বিগত একশ বছর ধরে পৃথিবীর রাজনীতিকে প্রভাবিত করে এসেছে। এই মুহুর্তে দিকে দিকে বৈশ্বিকীকরণের ফলে সঙ্কটে থাকা সভ্যতা ও সংস্কৃতিগুলি আবার জাতীয়তাবাদের দিকে পুনরায় হাঁটতে শুরু করেছে।

এখানে মনে রাখার বিষয় যদিও ভারতে বিশ্বায়নের প্রতিক্রিয়ায় নয় তবুও ভারতের রাজনৈতিক সত্ত্বা ও ধর্মীয় পরিচিতির উপর একটা আঘাতের আশঙ্কা শাসক দলের তরফে বারবার প্রচার করা হয়েছে যা জনমানসে গ্রাহ্য হয়েছে।

রাষ্ট্ররক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে সাড়া পাওয়া স্বাভাবিক, কিন্তু তাকে মানুষের মনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া কঠিন ছিল। প্রধানমন্ত্রী মোদী ও তার দল এই কাজে সফল।

৩) সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে মোদী সরকারের সক্রিয়, আপসহীন মনোভাব জনগনের মনে একটা নিরাপত্তাবোধ এবং যুবসমাজের কাছে একটা ইতিবাচক, সক্রিয় সরকারের ভূমিকা তৈরি করতে সাহায্য করেছে।

চিরকালীন গান্ধীবাদী আদর্শে বিশ্বাসী এই দেশে অযাচিত আঘাতের জবাবে পাল্টা মারের প্রয়োজনীয়তা মানুষ স্বীকার করে। মুম্বাই হামলার মতো বীভৎসও হামলা তথা সোজা কথায় চাপিয়ে দেওয়া সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পরিণতিতে শান্তির কথা বলা যে জনমানসে গ্রহণীয় নয় তা বালাকোট বায়ুসেনা অভিযানের পর জনগনের বিপুল উল্লাস এবং সমর্থনের মাধ্যমে পরিষ্কার বোঝা যায়।

৪) আর্থিক বিকাশ ও সংস্কারের প্রশ্নে জনগন মোদী ক্যাবিনেটকে সম্ভবত আরও সময় দিতে চেয়েছে। আচ্ছে দিন, কালো টাকা ফেরানো এবং আর্থিক বিকাশের প্রশ্নে দেশ ইতিপূর্বেও মনমোহন সিং সরকারকে সময় দিয়েছিল।

বস্তুতঃ আমরা যতই নোটবন্দীর ব্যর্থতার কথা বলিনা কেন সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন সেদিন সরকার কালো টাকার উপর ব্যবস্থা নিতে আন্তরিক ছিল। আপনারা যারা সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মেশেন তারা জানবেন আজও মানুষ সেই পর্বের স্মৃতি মনে রেখে নগদে অর্থ সঞ্চয় বা গচ্ছিত করা থেকে বিরত থাকেন।

এছাড়াও জি এস টি ইত্যাদি সংস্কারের মাধ্যমে সাময়িক অসুবিধে হলেও ব্যবসা করার ক্ষেত্রে ব্যাপক সরলীকরণ হয়েছে। প্রাথমিক রিভার্স এফেক্ট চার রাজ্যের বিধানসভাতে দেখা গিয়েছিল কিন্তু জিএসটির মাধ্যমে বিপুল করফাকি ও মধ্যসত্ত্ব ভোগীদের ভূমিকা হ্রাস ছোট ব্যবসায়ীদের খুশি করেছে। লক্ষ্য করবেন ছোট ব্যবসায়ীদের মধ্যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা সবচেয়ে কম ফলে বড় ব্যবসায়ীদের করের নামে গোপন মুনাফা করার ব্যবস্থা ধ্বংস হওয়ায় তারা খুশি হয়েছিলেন।

৫) ডিজিট্যাল ইন্ডিয়ার মতো প্রকল্প যুব সমাজকে আকর্ষণ করেছে। বিগত পাঁচ বছরে প্রযুক্তির অগ্রগতি এবং পরিষেবা ব্যবহারে খরচ কমা তথ্য সংগ্রহ এবং যোগাযোগকে সহজ করে তুলেছে। স্বাভবিক ভাবেই এই লাভ শাসকদলের ঘরে উঠেছে।

আর পড়তে পারেন