শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসিকে ছাড়া আর্জেন্টিনা একেবারেই ‘সাদামাটা’

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০১৭
news-image
ডেস্ক রিপোর্টঃ
ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের মত লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা একেবারেই ‘সাদামাটা’ একটি দল বলে মনে করেন হুয়ান রোম্যান রিকুয়েলমে।
এই মুহুর্তে বিশ্বকাপের বাছাই পর্বে ধুকতে থাকা এডগার্ডো বাউজার আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত বছাইপর্বের ১২ ম্যাচের মধ্যে মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাত্র ৫টি ম্যাচে অংশ নিয়েছেন।
আর্জেন্টিনার হয়ে ৫১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া রিকুয়েলমে বলেন, মেসি দলে না থাকলে আর্জেন্টিনা অন্য দলগুলোর মত সাধারণ একটি দলে পরিণত হয়। তার ধারণা, লা লীগার জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের অবস্থাও অনেকটা একই রকম। লীগের শীর্ষ পয়েন্টধারীরাও চার বারের ব্যালন ডি অঁর খেতাবধারী রোনালদোর অনুপস্থিতিতে একই চেহেরা লাভ করে।
চ্যানেল ১৩ কে রিকুয়েলমে বলেন, ‘মেসিকে বাদ দিলে আর্জেন্টিনা সাধারণ একটা দল। অবশ্য এটিও ঠিক যে মেসি হচ্ছেন বিশ্বের সেরা ফুটবল তারকা।’ গোল ডটকম।

আর পড়তে পারেন