মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল মিয়ামি
মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল মিয়ামি
ইনজুরি কাটিয়ে আগের ম্যাচেই ইন্টার মিয়ামিতে ফিরেছিলেন লিওনেল মেসি। দুই মাস পর মাঠে নামলেও মেসি খুব একটা ভালো করতে পারেননি। নিউইয়র্ক এফসির বিপক্ষে ওই ম্যাচে গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে মিয়ামিও জয় পায়নি। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
আজ রোববার ইনজুরি থেকে ফেরার পর দ্বিতীয় ম্যাচে গোল পেলেন মেসি। তবে শার্লট এফসির বিপক্ষে এই ম্যাচেও জয়ের মুখ দেখেনি মিয়ামি। মেসির গোলটি মূলত সমতাসূচক ছিল। যদিও তারা জিততে পারেনি, তবুও মেসির গোলে মিয়ামি হার এড়াতে সক্ষম হয়েছে। ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়।
এই ড্রয়ের ফলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল মিয়ামি। এর আগে, ১৭ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তারা টানা পাঁচ ম্যাচে জয়ের ধারায় ছিল।
রোববার ঘরের মাঠে ৫৭ মিনিটে গোল হজম করে মিয়ামি। শার্লটের হয়ে গোল করেন কারোল সুইডারস্কি। ১০ মিনিট পর মেসি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক লেজার শটে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান। এটি চলতি মৌসুমে মিয়ামির হয়ে মেসির ১৫তম গোল।
৭৫ মিনিটে মিয়ামি একটি পেনাল্টির সুযোগ পেয়েছিল। শার্লটের আদিলসন মালান্দা বক্সের ভেতরে ফাউল করে হলুদ কার্ড দেখেন। কিন্তু ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টি বাতিল করেন।
এই ম্যাচে শার্লটের গোলরক্ষক কাহলিনা মেসিদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান। তিনি ৭টি সেভ করেন, যার মধ্যে কয়েকটি শট গোল হওয়ার মতো ছিল। অন্যদিকে, মিয়ামির গোলরক্ষক ড্রেক কেলেন্ডারকে তেমন কোনো বড় ঝুঁকি নিতে হয়নি, তিনি মাত্র ২টি সেভ করেছেন।
শেষ পর্যন্ত দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিয়ামি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি সিনসিনাটি।