যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
স্টাফ রিপোর্টারঃ
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টার দিকে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এর আগে দিবসটি উপলক্ষে নগরীর রামঘাটস্থ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।