শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রমজান মাসে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৩, ২০২৪
news-image

রমজান মাসে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, রমজান মাস সামনে রেখে বাজার পরিস্থিতি সহনশীল রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, চাহিদা ও যোগানের মধ্যে একটি সুষম সমন্বয় বজায় রাখতে। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি আরও জানান, দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ বশিরউদ্দীন।

সরকারের সমালোচনা করে শেখ বশিরউদ্দীন বলেন, “গত ১৫ বছরে দেশে একটি অপরাধ-ভিত্তিক সভ্যতা তৈরি হয়েছিল। আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল এবং ভীত-সন্ত্রস্ত ছিল।”

তিনি আরও বলেন, “আজ প্রতিটি সেক্টরেই অপরাধীকরণ (ক্রিমিনালাইজেশন) বিদ্যমান। সেটা ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং বা সাংবাদিকতা যাই হোক। এমনকি আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই ভয়ানক পরিস্থিতি থেকে ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এর উদ্দেশ্য হলো একটি সম্মানজনক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

আর পড়তে পারেন