বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০১৬

lass
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে আব্দুল কুদ্দুস (৩৮) নামে এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভান্নারা এলাকার একটি আমড়া গাছ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত কুদ্দুস গাজীপুর মহানগরের কালেরভিটা এলাকার নয়ন আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার শিউলী বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম জানান, শুক্রবার সন্ধ্যায় কুদ্দুস বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সারা রাত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করতে থাকে। শনিবার সকালে তাদের ভাড়া বাসার পেছনের একটি আমড়া গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাড়ির মালিক শিউলী বেগম জানান, কুদ্দুস নিয়মিত নেশা করতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

আর পড়তে পারেন