শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে পুলিশের অভিযানে নারীসহ ১০জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০১৮
news-image

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ
কুমিল্লার লাকসামে শুক্রবার পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক নারী সহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামীসহ ১০জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের অভিযানে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের পশ্চিম গাঁও এলাকার আবদুর রহমানের ছেলে আনোয়ার, একই এলাকার আবদুল মজিদের ছেলে শাহাব উদ্দিন সুজন, মৃত. আবদুল মান্নানের ছেলে সুমন কবির, উপজেলার ভাকড্যা গ্রামের মৃত. ইয়াকুব আলীর ছেলে আবুল বাশার, একই গ্রামের আবুল বাশারের ছেলে আবু সায়েদ, ভাবকপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে রাব্বি, রাজাপুর গ্রামের মৃত. আবদুল লতিফের ছেলে শাহ আলম, চানগাঁও গ্রামের ইউনুছ মিয়ার ছেলে শাহিন উদ্দিন, ফেনী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত. আলী আহমেদের ছেলে এরশাদ, সদর দক্ষিণ উপজেলার যুক্তিখোলা গ্রামের সেলিম মোল্লার মেয়ে আঞ্জুমা আক্তার।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয় বলে লাকসাম থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আর পড়তে পারেন