শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০১৯
news-image

স্টাফ রিপোটার:
কুমিল্লার লাকসামে মুরগির খামারের বিদ্যুতের তারে জড়িয়ে আহত হওয়ার ৬ দিন পর এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত ওমর ফারুক (১৭) পৌরসভার পূর্ব সাতবাড়ীয়া গ্রামের রিকশাচালক বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার লাকসাম পৌরসভার পূর্ব সাতবাড়ীয়া গ্রামের হতদরিদ্র বাচ্চু মিয়ার ছেলে ওমর ফারুকের মাধ্যমে স্থানীয় সোনিয়া-আলম পোলট্রি খামারে টিনশেড ঘরের চালায় বিদ্যুতের তারের উপর ঝুলে থাকা প্লাস্টিক পাইপ সরাতে বলে চালে উঠিয়ে দেয়৷ । এ সময় রিকশাচালক বাচ্চু মিয়ার ছেলে ওমর ফারুকক টিনশেড চালায় ওঠার সাথে সাথে বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে যায়। আহত ফারুককে লাকসাম সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতাবস্থায় তাকে কুমিল্লায় পাঠানোর পর আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানোর ৬ দিন পর সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের পিতা বাচ্চু মিয়া জানান, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বিদ্যুৎ মেরামতের নামে টিনশেড খামারের চালে ওঠানো হয়। আমি ছেলে হত্যার বিচার চাই।

খামার মালিক শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ছেলেটি আহত হওয়ার সংবাদ পেয়ে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দিয়েছি।

আর পড়তে পারেন