লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:
আগামী এক বছরের জন্য কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ।
লাকসাম উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে সালাউদ্দিন সানি ও সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম তুষার এবং পৌরসভা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে সাইফ খান স্বাধীন ও সাধারণ সম্পাদক হিসেবে কাউছার আহম্মেদ এর নাম ঘোষণা করা হয়েছে।