লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ালেন অনিলকন্যা

বিনোদন ডেস্ক :
প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাওয়াত ও ঐশ্বরিয়া রাই বচ্চনের পর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ালেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর আহুজা। গেল কয়েক বছরের মতো এবারও চলচ্চিত্রের এই মহাযজ্ঞে হাজির হলেন তিনি।
র্যালফ অ্যান্ড রুসোর ডিজাইন করা সাদা পোশাক গায়ে হাজির হন অনিলকন্যা। গলায় পরেছিলেন চপার্ডের সবুজ নেকলেস। রূপের যাদুতে সবার নজর কেড়েছেন তিনি।
সোমবার (২০ মে) প্রথম কানের আসরে অংশ নেন সোনম। তবে মঙ্গলবার (২১ মে) লিওনার্দো ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিটের ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’র স্ক্রিনিংয়েও যান তিনি। পা মাড়ান লাল গালিচায়।
এবার কানে লরিয়ালের দূত হিসেবে সোনম হাজির হন। তার আগে কানের লাল গালিচায় দেখা গেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, হিনা খান, কঙ্গনা রানাওয়াত ও হুমা কোরাইশি ও ডায়না পেন্টিকে।
১৪ মে ৭২তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠে, আসর চলবে ২৫ মে পর্যন্ত।