শওকত মাহমুদকে বহিষ্কার করেছে বিএনপি
ডেস্ক রিপোর্টঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শওকত মাহমুদকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের কারণে কেনো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। পেশাজীবী সমাজের ব্যানারে তিনি একটি সমাবেশ ডেকে সরকার পতনের ডাক দিয়েছিলেন। সেই পটভূমিতে তখন ওই সমাবেশের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছিল না বলে দলটির নেতারা বলেছিলেন।