শাহরাস্তিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
শাহরাস্তিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে মাহাদী হাসান নামে ২ বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। তিন ভাই বোনের মধ্যে ছোট নিহত মাহাদী ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ হাসান আহমেদ ও রুমা বেগম দম্পতির একমাত্র পুত্র সন্তান।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন সকালে শিশু মাহাদি তার নিজ বাড়ির বসতঘরের আঙ্গিনায় খেলাধুলা করছিল। একসময় সে পরিবারের সদস্যদের দৃষ্টির আড়ালে গিয়ে হারিয়ে যায়। কিছু সময় পার হয়ে গেলে শিশুটিকে সমগ্র বাড়ি খুঁজে ভেড়ায় তার মা।
সন্তানকে না পেয়ে রুমা বেগম আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাড়ির সামনের পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এরপর স্বজনরা দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম তাকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।