সকাল ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত
আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৭
স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল শনিবার মুসলিম উম্মাহর ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা। ঈদকে বরণ করে নিতে কুমিল্লাবাসি সকল প্রস্তুতি নিয়েছে। এদিতে সকাল ৮ টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে । নামাযের জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মো: ইব্রাহীম।
গত ২২ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটির এক সভায় ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম।