সদর দক্ষিণের বৌয়ারা বাজারে ১৪ বোতল বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের বৌয়ারা বাজার এলাকা হতে ১৪ বোতল বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ । এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮ অক্টোবর রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন বৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণের মানদারী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শামীম (৩০)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ সিপিসি-২ এর সিনিঃ সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার আশরাফুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।