সন্ত্রাসীদের গুলিতে কুসিক প্যানেল মেয়র সোহেলসহ ২ জন নিহত
![news-image](https://www.ajker-cumilla.com/wp-content/uploads/2021/11/258027223_610042556714912_2826979041531141022_n.jpg)
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সিটি করপোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মো: সোহেল দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ সময় তাঁর সাথে থাকা আরো ৫ জন আহত হয়েছেন।
এ সময় হরিপদ সাহা নামের আরো একজন নিহত হয়েছেন ।
সোমবার (২২ নভেম্বর) বিকেল আনুমানিক ৪ টার দিকে নগরীর ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ের সামনে মুখোশধারি ৯/১০ জন অস্ত্রধারি এলোপাথারি ককটেল বিস্ফোরণ করে পরে গুলিবর্ষণ করে । এ সময় কাউন্সিলরসহ ৫ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ সময় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৭ টার দিকে কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।