শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৬, ২০২১
news-image

 

ত্বোহা হাসান স্বাধীনঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ,মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুলের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্নকর্তা মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন কালু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক। উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌর কাউন্সিলর বৃন্দ।

আর পড়তে পারেন